শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ড্রেজার মেশিন জব্দ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ড্রেজার মেশিন জব্দ

Sep 1, 2024 - 17:56
Sep 1, 2024 - 21:16
 0  34
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ড্রেজার মেশিন জব্দ

তাওহিদুজ্জামান রোমান (শেরপুর জেলা প্রতিনিধি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালী ও ভোগাই নদীতে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ টি মিনি ড্রেজার মেশিন ও ২০ টি পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সূত্র জানায়, শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভোগাই ও চেল্লাখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা, জিরো পয়েন্ট এবং চেল্লাখালী নদীর জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই দুই নদীর ইজারা বহির্ভূত স্থানে পাওয়া ৫টি মিনি ড্রেজার মেশিন ও ২০টি পাইপ জব্দ করা হয়। এই অভিযানে উপজেলা প্রশাসনকে সাধারণ ছাত্র ছাত্রীরা সহযোগিতা করেন। এসময় নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow