নালিতাবাড়ীতে নাশকতার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
নাশকতার মামলায় নালিতাবাড়ী উপজেলা যুবলীগের একাংশের সাবেক আহ্বায়ক ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে ‘তন্তর জাহাঙ্গীর’ নামে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নালিতাবাড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া মহল্লার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।
What's Your Reaction?






