নালিতাবাড়ীতে বালুমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

Dec 26, 2024 - 17:47
Dec 26, 2024 - 17:56
 0  34
নালিতাবাড়ীতে বালুমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহালের ইজারা বাতিল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে মহাসড়কে "নালিতাবাড়ী উপজেলার জনগণ" ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। উপস্থিত বক্তাদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের বক্তব্য রাখেন। তারা জানান, প্রশাসনের অভিযানের পরও উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এই অবস্থায় ভোগাই, চেল্লাখালী এবং বুরুঙ্গা বালুমহালের ইজারা বাতিলের জোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ভোগাই ও চেল্লাখালী নদীর তিনটি বালুমহাল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে অবৈধ বালু উত্তোলন চলছে। এর ফলে নাকুগাঁও স্থলবন্দর, নাকুগাঁও ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ এবং রাবারড্যামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।

তারা অভিযোগ করেন, প্যারাগন কোম্পানির মতো বিভিন্ন স্থানে বাইরে থেকে আনা বালু পরিবহন করার সময় অবৈধভাবে রয়েলটির নামে চাঁদা আদায় করা হচ্ছে।

মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি জমা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow