বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের শ্রদ্ধায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আখতার, সহকারী শিক্ষক লাইলা ইয়াসমিন লাকি, কাজল রেখা, আছিয়া খাতুন ও তানিয়া আক্তার।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশপ্রেম ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনে অংশ নেয়। এছাড়া, বিদ্যালয়ের শিক্ষকরা ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন।
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটির তাৎপর্যকে আরও গভীর করে তোলে। বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জাতীয় দিবসসমূহ উদযাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
What's Your Reaction?






