শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

Sep 1, 2024 - 13:10
Sep 1, 2024 - 13:47
 0  39
শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

তাওহিদুজ্জামান রোমান (শেরপুর জেলা প্রতিনিধি) শেরপুর সদরের ভাতশালার চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন (৩২) হত্যা মামলার প্রধান দুই আসামি মোঃ আবু রায়হান ও আঃ সালামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

শনিবার (৩১ আগস্ট) শেরপুর জেলা সদরের চরখারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোঃ আবু রায়হান (৩০) শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়ার আঃ সালামের ছেলে ও আঃ সালাম (৫০) একই এলাকার সোহরাব আলীর ছেলে। গ্রেফতারকৃতরা সম্পর্কে বাবা–ছেলে।

র‍্যাব জানায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামের আবু রায়হানের কন্যা নিখোঁজের দুইদিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ী করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে আসলে সাজ্জাদকে কুপিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। এসময় তার মামা মুক্তার আলীসহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে নিহত সাজ্জাদের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল। 

হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow