০৫ আগস্ট কি ঘটেছিল আশুলিয়া থানায় রহস্য ফাস
ছাত্র হত্যার রহস্য ফাস

জনগণের কন্ঠ, সাভার প্রতিনিধি: বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার লংমার্চ এর ঘোষণার পর ০৫ই আগস্ট ২০২৪খ্রি: সকাল থেকেই চলে ছাত্রজনতা ও পুলিশের সাথে নানা সংঘর্ষ । দুপুর ২ টা পর্যন্ত পুশিল নির্মমভাবে ছাত্র জনতার উপর গুলি ছুড়লে এতে নিহত হন অনেকেই। আশুলিয়া থানার পুলিশের গুলিতে ঘটনা স্থালে নিহত হয় ৬ জন ছাত্রজনতা। নিহত দেহগুলো শুলিশ ভ্যানে করে নিয়ে এসে তাদের নিজস্ব পিকআপে তুলে। স্থানীয় জনতা বলেন তারা ছাত্রদেরকে গুলিকরে মেরে ফেলতে দেখেছেন। তারা নিহত লাশ গুলো গুম করার চেষ্টা করেন হাজারো জনতার সামনে গুম করতে না পারায় প্রমাণ লোপাট করার জন্য পিকআপ ভ্যানসহ লাশের গায়ে আগুন ধরিয়ে নেয়। স্থানীয় জনতা বলেন পোড়ার পরেও ৪জনের লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্থান্তর করেন। বাকি ২টি লাশ সনাক্ত করতে না পেরে আশুলিয়া আমতলা কবরস্থানে দাফন করা হয়। ইতোমধ্যে দুইজন পুলিশ কর্মকর্তার ভিডি ভাইরাল হওয়া ব্যক্তিরা হলেন ডিবি উত্তর তদন্ত কর্মকর্তা ও তার সহযোগী । নিহতের পরিবার এই নির্মম হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
What's Your Reaction?






