নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: সোয়া দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Jan 10, 2025 - 18:32
 0  25
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: সোয়া দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল তালতলার মাঠ এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০,৮৪৪টি ভারতীয় সানগ্লাস, ৪১টি শাড়ি, ১০টি বড় লেহেঙ্গা, ৪টি ছোট লেহেঙ্গা, ১টি ফেন্সি গাউন এবং ১টি ফেন্সি লেহেঙ্গা। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow