লালমোহনে ছাত্রশিবিরের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্তারহাট জুনিয়র একাদশ শাখা
লালমোহনে ছাত্রশিবিরের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্তারহাট জুনিয়র একাদশ শাখা

কাজী মোঃ সালমান, ভোলা জেলা প্রতিনিধি।
ভোলার লালমোহনে আজ পয়েলা মার্চ ( শনিবার) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে ৪ দিন ব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত কর্তারহাট বাজার সংলগ্ন খেলার মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির রমাগঞ্জ ইউনিয়নে শাখা। এতে কর্তারহাট জুনিয়র একাদশ দলটি চ্যাম্পিয়ন ও একতা বাজার স্পোর্টিং ক্লাব দলটি রানার্সআপ হয়েছে।
খেলা শেষে মাঠে আয়োজন করা হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা শাখার ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রশিবিরের ভোলা জেলা সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল হালিম, লালমোহন উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ আল-আমিন ও সেক্রেটারি কাজী সালমান হোছাইন। আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রমাগঞ্জ ইউনিয়নের শাখার সভাপতি সহযোগী অধ্যাপক মাও মামুনুর রশিদ, সেক্রেটারি কাজী আহসান শরীফসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন।
অত্র শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আরিফ ( ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি) , মোঃ জুনায়েদ সানি, মোঃ আল-আমিন ও মোঃ সুমন হেসেন।
খেলায় যে ০৮টি দল অংশগ্রহণ করছেন-
কর্তারহাট জুনিয়র একাদশ, একতা বাজার স্পোর্টিং ক্লাব, ২নং একাদশ স্পোর্টিং ক্লাব, রায়চাদ জুনিয়র একাদশ, মাটির বাংলা স্পোর্টিং ক্লাব, তুপান স্পোর্টিং একাদশ, চৌমহনী বাজার একাদশ, কর্তারহাট ফরাজী ক্রিকেট একাদশ।
What's Your Reaction?






