চার জামায়াত নেতাকে ইউএনও'র রুমে মারধর: অভিযুক্ত বিএনপি নেতাদের কারণ দর্শানোর নোটিশ

০৪ মার্চ ২০২৫

Mar 4, 2025 - 15:38
 0  7
চার জামায়াত নেতাকে ইউএনও'র রুমে মারধর: অভিযুক্ত বিএনপি নেতাদের কারণ দর্শানোর নোটিশ

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জামায়াতে ইসলামীর চার নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার (৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত নেতারা হলেন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা ও এন এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নেতাদের জবাব দিতে বলা হয়।

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজামানের কার্যালয়ে তার সামনেই উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক ই-আজম ও সেক্রেটারি টুটুল বিশ্বাসসহ ৪ জামায়াত নেতাকে বেধরক মারধর ও কিলঘুষি দিয়ে আহত করেন অভিযুক্ত বিএনপির নেতারা। মঙ্গলবার (৪ মার্চ) এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতীয় গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রচারের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow