নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা
তাওহিদুজ্জামান রোমান
সম্পাদক, জনগণের কন্ঠ. কম
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিদায়ী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ছানোয়ার হোসেনকে মেধাবী, চৌকস এবং পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়। তার দক্ষ নেতৃত্বে নালিতাবাড়ী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার ভূমিকার প্রশংসা করেন উপস্থিত কর্মকর্তারা। তার ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ছানোয়ার হোসেন তার বিদায়ী বক্তব্যে শেরপুর জেলার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন।
What's Your Reaction?