১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন—শিশুর সুস্থতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আগামী ১৫ মার্চ ২০২৫, শনিবার, সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১-৫ বছর বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টি দূরকরণ ও রাতকানা রোগ প্রতিরোধ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অভিভাবকদের শিশুকে ভরা পেটে কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?






