৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ: প্রস্তুত ময়মনসিংহ সার্কিট হাউজ ক্রিকেট মাঠ

মোবারক হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউজ ক্রিকেট মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা দল অংশগ্রহণ করবে, যা তরুণ ক্রিকেটারদের দক্ষতা প্রদর্শনের একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের মতে, মাঠের সংস্কার ও অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। দর্শকদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা স্থানীয় ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?






