কবজি কাটা আনোয়ারের ২ সহযোগী আটক

০৮ মার্চ, ২০২৫ , ২৩ ফাল্গুন ১৪৩১ ,৭ রমজান ১৪৪৬

Mar 8, 2025 - 04:08
Mar 8, 2025 - 04:08
 0  7
কবজি কাটা আনোয়ারের ২ সহযোগী আটক
ছবি.জনগনেরকন্ঠ.কম

রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ারের দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৮ মার্চ) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাতে বসিলা সেনা ক্যাম্পের একটি টিম তাদের আটক করে। আটককৃতরা হলেন, শরীফ (৩৫) ও রবিন (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কারাগারে বন্দী থাকা আনোয়ারের এই সহযোগীরা মোহাম্মদপুরের শেখরটেক এলাকায় গোপনে চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বসিলা সেনা ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে আনোয়ারের দুই মূল সহযোগীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি সামুরাই তরবারি, ২টি দেশি ছুরি, ১টি হকি স্টিক, ১টি স্থানীয়ভাবে তৈরি লাঠি ও ৪টি ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow