রাশিয়ার সঙ্গে ভারতের ২৪৮ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

শনিবার, ০৮ মার্চ ২০২৫,২৩ ফাল্গুন ১৪৩১

Mar 8, 2025 - 02:59
 0  9
রাশিয়ার সঙ্গে ভারতের ২৪৮ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

সোভিয়েত যুগের যুদ্ধের ট্যাংকগুলোর জন্য আরও শক্তিশালী ইঞ্জিন কেনার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে ভারত।২৪৮ মিলিয়ন ডলারে এই চুক্তি করেছে দিল্লি,রাশিয়া রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবারোনএক্সপোর্টের সঙ্গে.

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শুক্রবার (৭ মার্চ).

১৯৭০-এর দশকে ভারতে প্রথম চালু হওয়া টি-৭২ ট্যাংক ভারতীয় সেনাবাহিনীর প্রধান যুদ্ধ সরঞ্জাম। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ৭৮০ হর্সপাওয়ারের ইঞ্জিনযুক্ত প্রায় ২ হাজার ৫০০ টি-৭২ ট্যাংক সক্রিয় রয়েছে। নতুন করে কেনা ১ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন দিয়ে বর্তমান ট্যাংকগুলোর ইঞ্জিন প্রতিস্থাপন করা হবে।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে গতিশীলতা ও আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি পাবে।

এই চুক্তির আওতায় রোসোবারোনএক্সপোর্ট থেকে প্রযুক্তি হস্তান্তর করা হবে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন আর্মার্ড ভেহিক্যালস নিগম লিমিটেডকে। এর মাধ্যমে ভারতে লাইসেন্সপ্রাপ্ত উৎপাদনকারী হিসেবে ইঞ্জিন তৈরি করা হবে।

বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত। দশকের পর দশক ধরে রাশিয়া ভারতের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সরবরাহ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারত পশ্চিমা দেশগুলোর দিকে বেশি ঝুঁকছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow