সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে- রেজাউল করিম বাদশা
13,03,2025

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
জামায়াতে ইসলাম বিএনপির সমালোচনা করেন। অথচ জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। জামায়াতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এ বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা অপরাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের মুখোশ ঠিকই বোঝে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার মতো কোন স্বৈরশাসক যেন বাংলাদেশে জন্ম নিতে না পারে, তাই বিএনপি হাসিনা ও তার দোসরদের বিচার করতে চায়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি গণমানুষের দল। কোন দলের অপপ্রচারে কোন কাজ হবে না। বগুড়ার সন্তান তারেক রহমানের হাত ধরেই বগুড়াসহ পুরো দেশের উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ। যতই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, বগুড়া তথা দেশের মানুষ ধানের শীষের সাথেই আছেন, থাকবেন। এসময় উপস্হিত সবাই হাত তুলে ধানের শীষের সাথে থাকার অঙ্গিকার করেন। জেলা বিএনপির সভাপতি আরো বলেন, একটি মহল সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু কোন লাভ হবে না। আমরা ১৭ বছর ভোটাধিকারের আন্দোলন করেছি। দেশের আজকের যে অবস্হা তা অনির্বাচিত সরকার থাকার জন্য হয়েছে। দ্রুত সংসদ নির্বাচন দিয়ো জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। বিএনপি চাঁদাবাজি-দখলবাজিকে প্রশ্রয় দেয় না। দিবেও না। ১৩ মার্চ, ২০২৫, বৃহঃবার বগুড়ার শিবগঞ্জ উপজলার কিচক ইউপির কিচক উচ্চ বিদ্যালয়ের মাঠে কিচক ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপরোক্ত কথা গুলি বলেন তিনি। উক্ত ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ কয়েক হাজারের বেশি সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়। কিচক ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্র কমিটির সকল সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আফছার আলী, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বুলেট, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল , তাঁতী দল সাধারণ সম্পাদক আবু বক্কর, মহিলা দল নেত্রী মিনারা বেগম, ফাইমা আক্তার, খাদিজা আক্তার, শ্রমিক দল নেতা রেজাউল, মিজানুর রহমান, এজাজুল, সাইফুল, মৎস্যজীবী দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, সহ-সভাপতি আল রাহী, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, যুবদল নেতা সাগর, কাওসার, ছাত্রদল নেতা রাফি, নাসির, কিচক ইউনিয়ন বিএনপি নেতা কিচক ইউনিয়ন বিএনপি নেতা রাব্বিন আহমেদ, মহসিন আলী, ফরহাদ ফকির প্রমুখ।
What's Your Reaction?






