শেষ আটে চেলসি : কনফারেন্স লিগ

কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি। বৃহস্পতিবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে তারা৷ স্ট্যামফোর্ড ব্রিজে এই জয়ে ব্লুরা ৩-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে।
এঞ্জো মারেসকা দলে বড় ধরনের পরিবর্তন আনার পর কোপেনহেগেনের রক্ষণকে সেভাবে হুমকি দিতে পারেনি। প্রথমার্ধে তারা লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। বিপরীতে কোপেনহেগেন চারটি শট নেয় গোলে।
হাফটাইমের বাঁশি বাজতেই প্রথম ৪৫ মিনিটের পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনে স্বাগতিক দল।
অবশ্য দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়ে যায় চেলসি। বাম দিক থেকে নেওয়া কিয়েরনান ডিউসবুরির শট গোলকিপার ডায়ান্ট রামাজকে পরাস্ত করলে দুই লেগ মিলিয়ে ব্যবধান বাড়ায় চেলসি।
কোল পালমারকে বেঞ্চ থেকে নামানোর পর চেলসির পারফরম্যান্সের ধার আরও বাড়তে থাকে। অল্পের জন্য গোলপোস্টের পাশ দিয়ে বল গেলে তার গোলখরা কাটানো হয়নি।
শেষ দিকে কোপেনহেগেন গোল শোধ দেওয়ার কাছে ছিল। রদ্রিগো হুয়েসকাসের শট ক্রসবারের উপর দিয়ে গিয়ে হতাশ করে।
What's Your Reaction?






