নালিতাবাড়ীর কৃতি সন্তান সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুরের মানবিক উদ্যোগ

Mar 15, 2025 - 18:04
 0  14
নালিতাবাড়ীর কৃতি সন্তান সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুরের মানবিক উদ্যোগ

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করেছেন।

পাঁচ মাস আগে নালিতাবাড়ীতে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া, মরিচপুরান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে উদ্যোগ নেন। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্রিজ নির্মাণের বরাদ্দ নিশ্চিত করেন, যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর তিনি মরিচপুরান এলাকায় জনগণের সাথে সাক্ষাৎ করেন এবং একজন বিধবা মহিলার ঘরের জন্য বেড়ার টিন প্রদানের আশ্বাস দিয়েছেন।

সাঈদ আঙ্গুর বলেন, "আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সবাই পরপারে চলে গেছেন। আমার কোনো ছেলে নেই, দুই কন্যা সন্তান রয়েছে—একজন বর্তমানে আমেরিকায় পড়াশোনা করছে, আর ছোট মেয়েটিও শিগগিরই সেখানে চলে যাবে। আমি ঢাকায় ব্যবসা-বাণিজ্য পরিচালনা করি। আমার উপার্জিত অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করাই আমার একমাত্র লক্ষ্য।"

সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুরের এই উদ্যোগগুলো স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। জনসেবামূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow