সাংবাদিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত এম এ হাকাম হীরার জন্মদিনে শ্রদ্ধা

Mar 16, 2025 - 01:41
Mar 16, 2025 - 03:50
 0  24
সাংবাদিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত এম এ হাকাম হীরার জন্মদিনে শ্রদ্ধা

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: আজ, ১৬ই মার্চ, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক এম এ হাকাম হীরার জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে জন্মগ্রহণকারী হাকাম হীরা শুধুমাত্র একজন অভিজ্ঞ সাংবাদিক নন, বরং একজন মানবিক ব্যক্তিত্ব, যিনি তার সততা, ন্যায়পরায়ণতা এবং আত্মত্যাগের মাধ্যমে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

হীরার সাংবাদিকতা জীবন প্রমাণ করেছে যে, সত্য, নিরপেক্ষতা এবং সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়, একটি মহান দায়িত্ব। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে তাঁর প্রতিবেদনের মাধ্যমে এলাকার উন্নয়ন, সমাজের নানা সমস্যা এবং মানুষের জন্য ন্যায়বিচারের প্রচারে বিশাল ভূমিকা রেখেছেন।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সম্মানিত উপদেষ্টা হিসেবে তাঁর পরামর্শ এবং দিকনির্দেশনা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে দৃঢ় ঐক্য এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করেছে। তাঁর নেতৃত্বের কারণে প্রেসক্লাবের সদস্যরা সবসময় একে অপরকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করে আসছে।

এছাড়াও, হীরার মানবিক দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিগত জীবনেও দৃশ্যমান। তাঁর সদা হাস্যোজ্জ্বল মনোভাব, বিনয়ী স্বভাব এবং উষ্ণ ভাষা সকলের মধ্যে এক বিশেষ সম্পর্ক সৃষ্টি করেছে। "না বলতে না পারা" গুণে তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন, এবং মানবতার প্রতি তার অটুট ভালোবাসা তাঁকে নালিতাবাড়ী তথা সাংবাদিক সমাজে একটি আলোকিত দৃষ্টান্তে পরিণত করেছে।

এম এ হাকাম হীরা তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং মানবিকতা দিয়ে স্থানীয় সাংবাদিকতার দৃশ্যপটে এক নতুন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য একটি অমূল্য আদর্শ, যারা তাঁর কাছ থেকে সাংবাদিকতার সঠিক মূল্যবোধ শিখছে।

আজকের এই বিশেষ দিনে, আমরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অবারিত সাফল্য কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow