নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ ড্রেজার ধ্বংস, ট্রাক ও মোটরসাইকেল জব্দ

Mar 22, 2025 - 21:25
 0  13
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ ড্রেজার ধ্বংস, ট্রাক ও মোটরসাইকেল জব্দ

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এছাড়া একটি ট্রাক জব্দ ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চেল্লাখালী নদীর বারোমারী বাজার সংলগ্ন এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদীর পূর্ব পাড়ে অবস্থিত বাজার জামে মসজিদ এবং পশ্চিম পাড়ে বাতকুচি এলাকায় প্রায় ১৫টি পরিবারের বসতভিটা নদী ভাঙনের ঝুঁকিতে পড়ে। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে এ অভিযান পরিচালিত হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow