শেরপুরে বন্যাদুর্গতদের পাশে র্যাব-১৪

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। বুধবার (৯ অক্টোবর) দুপুরে জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নালিতাবাড়ী শহরের কালিনগর ও মরিচপুরান ইউনিয়নে পাঁচশত বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামসহ র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্যার শুরু থেকেই র্যাব সদস্যরা দুর্গম এলাকা থেকে বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করে আসছে। সেই সঙ্গে ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার সরবরাহসহ অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে তারা। র্যাব-১৪ এর সদস্যরা সরাসরি দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দিচ্ছে।
জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, "বন্যাকবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে র্যাব-১৪ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। আমরা বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্য সামগ্রী সরবরাহের চেষ্টা করছি এবং এই কার্যক্রম চলমান থাকবে।"
র্যাব-১৪ এর এই উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সহায়তামূলক কার্যক্রমকে যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন।
What's Your Reaction?






