ভোলায় দুই শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ
লালমোহন লর্ডহার্ডিং ইউনিয়ন
মোঃ আনোয়ার উল্যাহ শরিফ
চরফ্যাশন প্রতিনিধ
অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের, সৈয়দাবাদ ৮ নং ওয়ার্ড মালে বাড়ির মোঃ মাকসুদ এর মেয়ে (৫) ও একই বাড়ির মোঃ রাজ্জাকের মেয়ে (৪) দুইটা কন্যা সন্তান পানিতে পড়ে মৃত্যু বরণ করেন।
জানা যায় (২ সেপ্টেম্বর) রোজ সোমবার বেলা বারোটার দিকে তারা দুজনে উঠানে খেলতেছিল, তারা খেলতে খেলতে এক সময় পুকুরপাড় চলে যায়। তাদের খেলনা পানিতে পড়ে গেলে পানি থেকে তুলতে গিয়ে একজন পানিতে ডুবে যায় তাকে তুলতে গিয়ে দ্বিতীয় জন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
What's Your Reaction?