প্রকৌশলীর চাকরি ছেড়ে মাদকের কারবার, যৌথ বাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার
মো: সাইদুল ইসলাম( জেলা প্রতিনিধি, কুষ্টিয়া)
কুষ্টিয়ার কুমারখালীতে ৬৮ পিস ইয়াবাসহ মাদক কারবারে জড়িয়ে পড়া এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল।
গ্রেপ্তার যুবকের নাম কামরুজ্জামান কাজল (২৭)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মো. হাসান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, গ্রেপ্তার কাজল একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তার বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?