নালিতাবাড়ীবাসীকে ক্রীড়ানুরাগী সামিউল হকের ঈদ শুভেচ্ছা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী সামিউল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নালিতাবাড়ীবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ক্রীড়া উন্নয়ন ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় ফুটবলকে জনপ্রিয় করতে তারকা ফুটবল ম্যাচ আয়োজন করেছেন সামিউল হক। এর আগে চিত্রনায়ক আমিন খান, অপু বিশ্বাস, অমিত হাসান, কেয়াসহ জনপ্রিয় তারকাদের আমন্ত্রণ জানিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন, যা ব্যাপক সাড়া ফেলে।
আসন্ন ০৭ এপ্রিল (বুধবার) নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি বড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন তিনি। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে চিত্রনায়ক ওমর সানি উপস্থিত থাকবেন। এই আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিপুল উদ্দীপনা তৈরি হয়েছে।
তরুণদের ক্রীড়ামুখী করতে তিনি প্রতিষ্ঠা করেছেন সামিউল হক স্পোর্টস একাডেমি। এখান থেকে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসতে পারে।
বিশেষ করে নারীদের ফুটবলে সম্পৃক্ত করতে তিনি প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা নিয়েছেন, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ-তরুণী এখন ক্রীড়ায় যুক্ত হচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করবে।
নালিতাবাড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সামিউল হক বলেন, "ঈদুল ফিতর শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আসুন, আমরা ক্রীড়ার মাধ্যমে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।"
পরিশেষে, তিনি নালিতাবাড়ীবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ঈদের শুভেচ্ছা জানান।
What's Your Reaction?






