ফাইনাল খেলায় ভাওয়াল টাইগার্সের বিশাল জয়

পহেলা নববর্ষ উপলক্ষে ঐতিহাসিক নয়াপাড়া মাঠে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হয়।ফাইনাল খেলায় ভাওয়াল টাইগার্স বনাম ভিএসপি একাদশের মধ্যকার খেলায় ভাওয়াল টাইগার্স ৭ উইকেটে বিশাল ব্যবধানে জয়লাভ করে।
ভিএসপি একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১৬ ওভারে ১৫২ রান করতে সক্ষম হয়।জবাবে ভাওয়াল টাইগার্স ফারুকের নেপুর্ন্যপূর্ন খেলায় ৬ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জয়লাভ করে।ফারুক ৮৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নববর্ষের শুভেচ্ছা জানান এবং এতো সুন্দর আয়োজনে সবাইকে ধন্যবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?






