নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন

Mar 27, 2025 - 22:32
 0  18
নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন

শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন নন্নীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নন্নী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, "ঈদ হলো আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। এই দিনে আমরা সবাই বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। আমি নন্নীবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের ঐক্য ও সহমর্মিতার মাধ্যমে নন্নী ইউনিয়ন আরও উন্নতির পথে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা।"

তার নেতৃত্বে নন্নী ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, যা এখনো এলাকাবাসীর মনে গাঁথা রয়েছে। তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি ইউনিয়নবাসীর মাঝে 'আলোকিত নন্নীর কারিগর' হিসেবে পরিচিত।

ঈদের এই খুশির দিনে নন্নীবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, "ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করে। আসুন, আমরা সবাই মিলে নন্নী ইউনিয়নকে আরও সুন্দর ও সমৃদ্ধশালী করে তুলতে কাজ করি।"

তার এই শুভেচ্ছাবার্তায় নন্নীবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার নেতৃত্বের সময়কার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow