নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন

Mar 28, 2025 - 23:51
 0  26
নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন

শেরপুর প্রতিনিধি | জনগণের কণ্ঠ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নন্নীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজানের আত্মশুদ্ধির পর ঈদের এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। আমি নন্নী ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

ঈদের শুভেচ্ছা জানিয়ে রুহুল আমিন আরও বলেন, “ঈদ কেবল আনন্দের নয়, এটি মানবতার শিক্ষা দেয়। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ভাগ করে নেওয়াই হবে এই আনন্দের প্রকৃত সার্থকতা।"

সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে রুহুল আমিন বলেন, “ঈদ হোক ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব। আসুন, আমরা সবাই মিলেমিশে এক সুন্দর সমাজ গড়ে তুলি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow