ওলামা বিভাগের সহ সেক্রেটারি বদলগাছীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।

1. ওলামা বিভাগের সহ সেক্রেটারি বদলগাছীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।
মাওলানা রেজাউল করিম নওগাঁ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী ওলামা বিভাগের সহ সেক্রেটারি নওগাঁ জেলা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহ সেক্রেটারি বদলগাছী মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক বিশিষ্ট ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে ক্বুরআন প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ বদলগাছীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন । পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বদলগাছী উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে মাওলানা রেজাউল করিম সাহেব বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধিও ভ্রাতৃত্ব। প্রতি বছর ঈদ আমাদের জীবনের সব আনন্দ, ও কল্যাণের বার্তা নিয়ে আসে।পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন। পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দময় দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া।
তিনি আরো বলেন, সৌদি-আরবের পাশাপাশি সারা বাংলাদেশে উদযাপিত হবে মুসলিমদের বৃহত্তম এই উৎসব। সারা বিশ্বের মুসলমান এ দিনটি পালন করেন একটি খুশির উৎসব হিসেবে। এছাড়া একমাস রমজানের রোজা পালনের মধ্যদিয়ে যে শিক্ষা অর্জন করেছি তা যদি সমাজ-রাষ্ট্র তথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলেই কল্যাণ।
ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণিপেশার মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দে ভরে উঠুক বিশ্ব। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়ে। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও আনন্দের বার্তা এই প্রত্যাশা করি।
তিনি বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে করতে পারলেই পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ইনসাফ আদল, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি সকলের দোয়া চেয়েছেন
সবাইকে জানান অগ্রিম “ঈদ মোবারক
What's Your Reaction?






