নালিতাবাড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন

Mar 30, 2025 - 20:41
 0  9
নালিতাবাড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন

তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন নালিতাবাড়ীবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান লিটন বলেন, "ঈদ শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব। ঈদুল ফিতর আমাদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজানের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাই মিলে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের আনন্দ পরিপূর্ণ হয়।"

নালিতাবাড়ীবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিটন আরও বলেন, "দেশের এই ক্রান্তিকালে সবাই যেন ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারে, সেই প্রার্থনা করি। সকলে সুস্থ ও নিরাপদ থাকুন, মহান আল্লাহ আমাদের দেশ ও জাতির মঙ্গল করুন—এই কামনাই করছি।"

নালিতাবাড়ীর সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। সকলের দোয়া ও ভালোবাসা আমার শক্তি।"

হাবিবুর রহমান লিটন নালিতাবাড়ীর রাজনৈতিক অঙ্গনে একজন সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ঈদকে ঘিরে তার এই আন্তরিক শুভেচ্ছা বার্তা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow