নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ সজিব হাওলাদার

শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কণ্ঠ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূলক ঐক্য দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সজিব হাওলাদার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নন্নীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সজীব হাওলাদার বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের এক পবিত্র উৎসব। এই দিনটি আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার শিক্ষা দেয়। ঈদ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রার্থনা।”
ঈদের শুভেচ্ছা জানিয়ে সজীব আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা জরুরি। ঈদ হোক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উপলক্ষ।”
তিনি নন্নী ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলমানের সুস্থতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
What's Your Reaction?






