পোড়াগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর চৌধুরী

তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
সারা দেশের মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতেও ঈদুল ফিতর উপলক্ষে বইছে আনন্দের বন্যা। এ উৎসবমুখর পরিবেশে পোড়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও নালিতাবাড়ী কনস্ট্রাকশন বারমারী এর স্বত্বাধিকারী মজিবর চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় মজিবর চৌধুরী বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা মানবতার কল্যাণে কাজ করি। পোড়াগাঁও ইউনিয়নের প্রতিটি মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই কামনাই করি।"
এসময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি, এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পোড়াগাঁওবাসীর জন্য ঈদ আনন্দময় ও শান্তিপূর্ণ হোক—এমনটাই প্রত্যাশা করেছেন মজিবর চৌধুরী।
What's Your Reaction?






