পোড়াগাঁও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নবাব আলী লিটনের ঈদ শুভেচ্ছা

শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
সারা দেশের মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতেও ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে মানুষ। এই পবিত্র উৎসবে পোড়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পোড়াগাঁও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নবাব আলী লিটন।
এক শুভেচ্ছা বার্তায় লিটন বলেন, "ঈদ আনন্দের উৎসব, সম্প্রীতির বন্ধন। আসুন, আমরা পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শন করি এবং সমাজে সৌহার্দ্য বজায় রাখি। আমি পোড়াগাঁও ইউনিয়নবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করি।"
পোড়াগাঁও ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিটন আরও বলেন, "আমাদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই সমাজকে এগিয়ে নিতে পারে। ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আমি সকলের মঙ্গল ও শান্তি কামনা করছি।"
পোড়াগাঁওবাসীর ঈদ আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন নবাব আলী লিটন।
What's Your Reaction?






