সামাজিক সংগঠন 'স্বাধীন সোসাইটির ' প্রথম ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠান।

1. সামাজিক সংগঠন 'স্বাধীন সোসাইটির ' প্রথম ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠান।
মোঃ ইমরান হোসেন
উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া।
পবিত্র ঈদ -উল -ফিতরের পরে দিন (০১/০৪/২০২৫ ইং) উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের চরতারাবাড়ীয়া গ্রামে বিএসসি মডেল স্কুলে অনুষ্ঠিত হয় এই পূর্ন মিলনী অনুষ্ঠান।
এতে স্বাধীন সোসাইটির সভাপতি মোঃ সোহেল আকন্দ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাঃ জাকির হোসেন।
সংগঠনটি ৪ মাসের মধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পরে।
শিক্ষা ও সাংস্কৃতিক কয়েকটি কাজ ও করেছেন।
পরবর্তীতে আরো ব্যাপক কাজ হবে বলে আশা রাখেন স্বাধীন সোসাইটির সভাপতি।
সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত আড়াই ঘন্টা পোগ্রাম চলে।
What's Your Reaction?






