৫ শত টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট,,

1. ৫ শত টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট,,
মিহাদুল ইসলাম
প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছি
'৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট'—শুনলেই মনে হয় স্বপ্নের অফার। কিন্তু বাস্তবে ঢাকাসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও গতি পাওয়া যাচ্ছে না, কোথাও সার্ভিসই মিলছে না।
খিলক্ষেত, মিরপুর, মোহাম্মদপুর ও বাড্ডার অনেক গ্রাহক জানান, বিজ্ঞাপনে বলা হলেও বাস্তবে ইউটিউবও ঠিকঠাক চলে না। স্পিড টেস্টে গতি ৩-৪ এমবিপিএসের বেশি ওঠে না। কোথাও কোথাও লাইন মাসে ২-৩ বার কেটে যায়, অভিযোগ করলে সাড়া মেলে না।
বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার মূল কারণ ‘শেয়ার্ড ব্যান্ডউইথ’। মানে ১০ এমবিপিএস সংযোগ ৮ জনের মাঝে ভাগ করা হয়। ফলে প্রত্যেকে পান গড়ে ১-৩ এমবিপিএস। এই তথ্য অনেক গ্রাহক জানেনই না। আর যারা ভালো গতি চান, তাদের নিতে হয় 'ডেডিকেটেড' সংযোগ—যার খরচ সাধারণের নাগালের বাইরে।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এটা এক ধরনের গ্রাহক প্রতারণা। ১০ এমবিপিএস বলে আকৃষ্ট করা হয়, কিন্তু বাস্তবে গতি থাকে ১-২ এমবিপিএস।’
অন্যদিকে, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, “আমরা চেষ্টা করছি ১:২ হারে গতি নিশ্চিত করতে। ৫০০ টাকার এই সংযোগ বাস্তবায়ন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।”
এদিকে, বাংলাদেশে ইন্টারনেটের মান নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওকলার জরিপে দেখা গেছে, বিশ্বের ১৫৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে ইন্টারনেটের কোয়ালিটি খুবই খারাপ, অথচ দাম বিশ্বের তুলনায় বেশি। এ অবস্থা চলতে পারে না।”
ইন্টারনেট ব্যবহারে প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
What's Your Reaction?






