ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সাভার লিজেন্ড কলেজ
ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সাভার লিজেন্ড কলেজ

জনগনের কণ্ঠ.কম(সাভার প্রতিনিধি):
ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সাভার লিজেন্ড কলেজ। এসময় স্থানীয় মুসলিম জনতা এই মানবন্ধনে অংশগ্রহন করেন।
গত শনিবার ফিলিস্তিনের গাঁজায় ইসরাইল কর্তৃক গণহত্যায় গাঁজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাঁজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০।
তাঁদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে বিভিন্ন মহল মানবন্ধন ও ইসরাইলি পণ্য বর্জন করার দাবি তুলেন।
এসময় মুসলিম জনতা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান এবং এই গণহত্যার বিচার চেয়েছেন জাতিসংঘর কাছে।
What's Your Reaction?






