নালিতাবাড়ী থানা পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

Apr 13, 2025 - 10:56
Apr 13, 2025 - 11:03
 0  10
নালিতাবাড়ী থানা পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ 

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দিক শনিবার (১২ এপ্রিল) আকস্মিকভাবে শেরপুর জেলার নালিতাবাড়ী থানা পরিদর্শন করেন।

থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম ও নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা।

পরিদর্শনের সময় তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম, রেজিস্ট্রার, মামলা তদন্তের মান, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়ের সময় আবু বকর সিদ্দিক বলেন, “সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।”

এছাড়া তিনি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, দ্রুত মামলা নিষ্পত্তি, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে নালিতাবাড়ী থানার অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow