বিশ্বখ্যাত খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই

Apr 21, 2025 - 20:12
Apr 21, 2025 - 20:26
 0  15
বিশ্বখ্যাত খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই

তাওহিদুজ্জামান (রোমান)
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ 

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভ্যাটিকানের দেওয়া বিবৃতিতে জানানো হয়, রোম সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।

২০১৩ সালের মার্চে পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগের পর আর্জেন্টাইন ধর্মযাজক জর্জ মারিও বারগোলিও 'পোপ ফ্রান্সিস' নামে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ।

কার্ডিনাল ফ্যারেল এক বিবৃতিতে বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি—আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। তাঁর জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় সম্পূর্ণরূপে উৎসর্গীকৃত।”

তিনি আরও বলেন, “পোপ ফ্রান্সিস আমাদের শিখিয়েছেন কীভাবে বিশ্বাস, সাহস ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে গসপেলের মূল্যবোধে জীবন যাপন করতে হয়—বিশেষত দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে। যিশু খ্রিস্টের একজন প্রকৃত শিষ্য হিসেবে তাঁর জীবনের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তাঁর আত্মাকে করুণাময় ঈশ্বরের হাতে সমর্পণ করছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow