নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় BIWTC – 2 (ডকইয়ার্ড নং ২) এর সামনে ইস্পাহানী বাজারে গতকাল (১৭ আগষ্ট) শাহিন গার্মেন্টসের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজের বেকারত্ব দূর করার জন্য নূর হোসেনের ছেলে মো: শাহিন আলম এ উদ্দ্যেগ গ্রহণ করেন। এখানে প্রায় অর্ধশত লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন শাহিন গার্মেন্টসের কর্মকর্তারা। তার তার এমন মানবিক উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার নেতৃস্থানীয় লোকেরা।
শাহিন আলমের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব বাচ্চু মিয়া, মো: ভাসানি, মো: রবিউল ইসলাম হিমেল , মো: সালাউদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুব রহমান হাবি সহ অন্নান্য নেতৃবৃন্দ।
উক্ত সভায় BIWTC ইমাম ও খতিব মাও: মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে দোয়া মোনাজান সমাপ্ত হয়।