Oplus_131072
আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কণ্ঠ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির (জাপা) নিষিদ্ধ চায়। পাশাপাশি জামায়াত জুলাই সনদের অধীনে নির্বাচন চায় ।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বৈঠক শেষে সাংবাদিকরা জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের কাছে জানতে চান।
তিনি বলেন, আমরা জানি এবং দেখেছি জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিলো। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়ার আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি।
পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, অধিকাংশ দল পিআর পদ্ধতির বিষয়ে একমত। আমরা পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম যায়। সুতরাং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি হওয়ার সম্ভাবনা থাকবে না।
তিনি আরো বলেন—যে সকল বিষয়ে আমাদের মাঝে মতভেদ রয়েছে আমরা সবাই মিলে সে সকল বিষয়ে নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবাই অংশগ্রহণ না হলে নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হবে। অনেকে পরিস্থিতি ঘোলাটে করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিকাল সোয়া ৪টায় দলের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনে যান।
উক্ত প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন-সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও (সাবেক এমপি) ড. হামিদুর রহমান আযাদ প্রমুখ।