আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কণ্ঠ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘদিন ধরে ন্যায্য প্রাপ্য অধিকার আদায়ে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আবারও ফেরত গেলেন আশ্বাসের জালে। আজ রাজধানীতে অনুষ্ঠিত আলোচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদেরকে জানায়, এমপিওভুক্তির প্রক্রিয়া অগ্রসরমান, তবে গেজেট প্রকাশ ও কার্যকর পদক্ষেপ নিতে আরও এক মাস সময় প্রয়োজন। বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ন সচিব, এস এম মাসুদুল হক
আজ রবিবার, (১৪ সেপ্টেম্বর) শিক্ষকরা জানিয়েছেন-ইতিপূর্বে একাধিকবার আমাদেরকে একই ধরনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবে রূপান্তরিত হয়নি। ফলে তারা হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ হলেও আশার আলো নিভে যেতে দিচ্ছেন না। শিক্ষকদের দাবি, ৪১ বছর ধরে বিনা বেতনে দেশের শিশুদের কোরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিয়ে আসলেও এখনো সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষক জানান, “আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় আমরা এই শিক্ষাক্ষেত্রে ব্যয় করেছি। অথচ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। প্রতিবারই আমরা আশ্বাস পাই, কিন্তু বাস্তবায়ন দেখি না। এবারও যদি প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”
সম্প্রতি বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য ৭২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা বাস্তবায়নে গড়িমসি চলছে বলে অভিযোগ করেছেন। এ অবস্থায় শিক্ষকদের আন্দোলন আরও জোরদার হলে শিক্ষা খাত ও সামাজিক স্থিতিশীলতায় অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
অন্যদিকে, সরকারের দায়িত্বশীল মহল শিক্ষকদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে বলেছে, এমপিও গেজেট প্রকাশ এখন কেবল সময়ের ব্যাপার। তবে বাস্তবে এই এক মাসের প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার আমাদের বিষয়।