শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

Sep 9, 2024 - 16:11
Sep 9, 2024 - 16:18
 0  31
শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

তাওহিদুজ্জামান রোমান (শেরপুর জেলা প্রতিনিধি)
শেরপুর-ঢাকা মহাসড়কের পাসপোর্ট অফিসের পাশে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ১৭ জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রথমে তাদের শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কারও মৃত্যু হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow