ভোলার নতুন জেলা প্রশাসক মো: আজাদ জাহান।

ভোলার নতুন জেলা প্রশাসন মো: আজাদ জাহান

Sep 12, 2024 - 01:52
 0  19
ভোলার নতুন জেলা প্রশাসক মো: আজাদ জাহান।

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন।।

 সরকার পতনের পর প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। হাসিনার শাসনামলে নিয়োগ পাওয়া ডিসিদের প্রত্যাহার করে দেশের আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দেশের সর্বমোট ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. আজাদ জাহান।

 মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ঐ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মুহাম্মদ ইব্রাহীম। মো. আজাদ জাহান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫ তম ব্যাচের সদস্য। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্মস্থান ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলায়। উল্লেখ্য, মো. আজাদ জাহান এর আগে কুষ্টিয়া জেলার মিরপুরে ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, এরপর পঞ্চগড় জেলা প্রশাসক কর্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালাকে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

মো:শাহিন/জনগনের কন্ঠ. কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow