ঈদকে সামনে রেখে নতুন সাজে আলোকিত যশোর
২২/০৩/২০২৫

শফিকুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর শহর ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সজ্জিত হয়েছে। যশোর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট ও স্ট্রিট লাইট স্থাপন করে নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের প্রধান প্রধান সড়ক ও জনসমাগমস্থল আলোকসজ্জার আওতায় আনা হয়েছে। এর মধ্যে মণিহার মোড়, দড়াটানা, মুজিব সড়ক ও টাউন হল মাঠ উল্লেখযোগ্য। ঈদের আগে থেকেই এসব এলাকায় আলোকসজ্জার কাজ চলছে, যা নগরবাসীর ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবে।
যশোর পৌরসভার একজন কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
শহরবাসীর মতে, এবারের ঈদে যশোর যেন নতুন এক রূপ পেয়েছে। ঝলমলে আলোর ঝলকানিতে রাতের শহর হয়ে উঠেছে আরও মনোমুগ্ধকর।
What's Your Reaction?






