মোল্লা নার্সারির হৃদয় মোল্লার অভিনব প্রতারণা। পার্ট-১

মোল্লা নার্সারির হৃদয় মোল্লার অভিনব প্রতারণা।

May 13, 2025 - 05:41
May 13, 2025 - 05:57
 0  4
মোল্লা নার্সারির হৃদয় মোল্লার অভিনব প্রতারণা। পার্ট-১

চুয়াডাঙ্গার রায়পুরের মোল্লা নার্সারির হৃদয় মোল্লার অভিনব প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। হৃদয় মোল্লা অনলাইনে দীর্ঘদিন ধরে গাছের চারা বিক্রির নামে প্রতারণা করে আসছে। সহজ সরল মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিযেছে হৃদয় বাটপার! 

এরকম একজন ভুক্তভোগী হলেন চুয়াডাঙ্গার সাদিকুল। সাদিকুল হৃদয় মোল্লার কাছ থেকে বিভিন্ন জাতের কমলা, আঙ্গুর, পেয়ারাসহ অনেক  চারা নিয়ে পাঁচ বিঘা চারা রোপন করে ১২ লাখ টাকা লোকসান গুনেছে। কারণ হিসেবে উল্লেখ করেন আশানুরূপ ফল না পাওয়া, টক স্বাদ হওয়ার কারণে বড় ধরনের লস হয়েছে।

সাদিকুল সবাইকে হৃদয় মোল্লার কাছ থেকে চারা নেওয়ার ব্যপারে সচেতন থাকতে বলেছে। 

হৃদয়ের প্রতারণা থেমে নেই। মিথ্যা প্রলোভন দেখিয়ে এখনো চারা বিক্রি চলমান রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow