খোলাহাটী কলেজে ভাইভা পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়: শিক্ষার্থীদের অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত দাবি
খোলাহাটী কলেজে ভাইভা পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়: শিক্ষার্থীদের অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত দাবি
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থীরা তাদের ভাইভা পরীক্ষা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। জানা গেছে, বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে ১৫০০ টাকা আদায় করছেন, যা অত্যন্ত অন্যায় এবং অযৌক্তিক বলে শিক্ষার্থীরা মনে করছেন। শিক্ষার্থীরা জানান, অধ্যাপক শরিফুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “সারা দেশের কলেজগুলো যেভাবে ভাইভা পরীক্ষা থেকে টাকা নেয়, আমরাও একইভাবে নিচ্ছি। ১৫০০ টাকার একটাকাও কম হবে না, নইলে ভাইভা নম্বরে সমস্যা হবে।”
এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ মো. মবিদুল ইসলামের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি শিক্ষা বোর্ডের একটি নির্দেশনার কাগজ পড়ে শুনান। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, স্ব স্ব বিভাগে প্রতিটি শিক্ষার্থীকে ২৫০ টাকা জমা দিতে হবে। অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো কথা উল্লেখ নেই। অধ্যক্ষ মবিদুল ইসলাম অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করে এটিকে গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
শিক্ষার্থীরা মনে করছেন, এই ধরনের অনৈতিক অর্থ আদায় শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত দাবি: অধ্যাপক মো. শরিফুল ইসলামের এই অনৈতিক কার্যক্রমে শুধু খোলাহাটী কলেজ নয়, পুরো শিক্ষাব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে বিষয়টি তদন্তের জন্য আবেদন করেছেন, যেন এর যথাযথ বিচার হয় এবং এই ধরনের অনৈতিক অর্থ আদায় বন্ধ করা যায়।
সমাধান চান শিক্ষার্থীরা: এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নৈতিকতা এবং শিক্ষার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। তারা দ্রুত এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যেন পরবর্তী প্রজন্ম এমন শিক্ষা ব্যবস্থার হাতে পড়তে না হয়।
What's Your Reaction?