নালিতাবাড়ীতে ভারতীয় চিনি ও মসলাসহ একজন গ্রেফতার
নালিতাবাড়ীতে ভারতীয় চিনি ও মসলাসহ একজন গ্রেফতার
তাওহিদুজ্জামান রোমান
বার্তা সম্পাদক, জনগণের কন্ঠ.কম
শেরপুরের নালিতাবাড়ীতে চোরাচালানের মাধ্যমে আনা ৬ বস্তা ভারতীয় চিনি ও বিভিন্ন প্রকার গুড়া মসলাসহ মো. সুরুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুতিয়ারপাড় এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় মো. সুরুজ আলীকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।
সূত্র আরও জানায়, ভারতীয় চিনি পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১১টা ৩০ মিনিটে অভিযান চালায়। সুরুজ আলী ইজিবাইকে করে ভারতীয় চিনি এবং গুড়া মসলা নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। এ সময় ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন প্রকার মসলা ও ইজিবাইকসহ তাকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত সুরুজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?