বাসের ধাক্কায় পলিটেকনিক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

বাসের ধাক্কায় পলিটেকনিক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

Sep 17, 2024 - 14:12
Sep 17, 2024 - 14:31
 0  25
বাসের ধাক্কায় পলিটেকনিক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

তাওহিদুজ্জামান রোমান
বার্তা সম্পাদক, জনগণের কন্ঠ.কম

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সুফিয়া (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক এলাকার জোড়া পাম্পের সামনে ঢাকা শেরপুর হাইওয়ে সড়কে ওই ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্ন কর্মী পদে কর্মরত ছিলেন (চতুর্থ শ্রেণীর কর্মচারী)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

জানা যায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পের সামনে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের চাপায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow