তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ সরকারের
০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শা'বান ১৪৪৬
অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার ভোরে বাড়ি থেকে আটক করার পর পুলিশ নিরাপত্তা বাহিনীর দ্বারা আহত অবস্থায় তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গভীর রাতে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে। তার এই মৃত্যুর ঘটনা জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আইজি যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা জানান।
এতে বলা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল মিশন, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকারকর্মী অন্তর্ভুক্ত রয়েছে। আরও বলা হয়, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এসব কমিশনের অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
এতে বলা হয়, পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলির সাথে এই প্রতিবেদনগুলি নিয়ে অর্থবহ সংলাপ করবে।
আইজি এসব সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
What's Your Reaction?