রক্তাক্ত বাইতুল মোকাররম মসজিদ
ষড়যন্ত্রের শেষ কোথায়?
বিশেষ প্রতিনিধি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা মসজিদে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আলোচনার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। বয়ান চলাকালীন সময় দীর্ঘদিন অনুপস্থিত থাকা খতিব স্বৈরাচার সরকারের এজেন্ট মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে আসেন। এরপর তিনি বর্তমান খতিবের বয়ান চলাকালীন সময়ে মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তা ছাড়াও আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন।
আনোয়ার উল্লাহ শরিফ/জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?