বাঁচলে কৃষক, বাঁচবে দেশ: উন্নয়নের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ক্ষতিগ্রস্ত ২০০ কৃষকের মাঝে ধানের চারা, সার এবং কীটনাশক বিতরণ করা হয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এবং এগ্রি স্টুডেন্টস' অ্যালায়েন্স বাংলাদেশের উদ্যোগে।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ড. গাজী মোহাম্মদ মোহসিন, ড. মোহাম্মদ আতিকুর রহমান ভূঁইয়া, এবং ড. কাওসার হোসেন।
এই মহৎ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা ব্যাংক, ব্রি (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট) এবং অন্যান্য প্রতিষ্ঠান। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নোবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ধরনের উদ্যোগ দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষকদের জন্য নতুন আশার আলো জ্বালাবে।
What's Your Reaction?






