লিয়াকত আলী মিন্টুর বিরুদ্ধে রোভার স্কাউটের টাকা আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের পার্ট-১
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অনার্সের রাস্ট্রবিজ্ঞানের প্রভাষক লিয়াকত আলী দীর্ঘদিন ধরেই রোভার স্কাউটের দ্বায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি দৈনিক জনগণের কন্ঠ.কমের (jonogonerkontho.com) অনুসন্ধানী প্রতিবেদনে লিয়াকত আলীর রোভার স্কাউটের ব্যাপক আর্থিক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মিলেছে।
লিয়াকত আলী খুবই ধূর্ত প্রকৃতির স্বার্থবাজ ও অসৎ চরিত্রের লোক। ইতি পূর্বে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের রোভার স্কাউটের দ্বায়িত্ব সমাজবিজ্ঞানের প্রভাষক হাসিবুল ইসলাম স্বচ্ছতার ভিত্তিতে পালন করেন ২০১৫ সাল থেকে ২০১৮ । জনাব হাসিবুল ইসলামের কাছ থেকে তৎকালীন সময়ে সুকৌশলে রোভারের দ্বায়িত্ব গ্রহণ করেন লিয়াকত আলী। এরপর থেকেই শুরু হয় ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতি।
স্কাউটের পোশাক না কিনেই সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করে আত্মসাৎ । অন্য কলেজ থেকে পোশাক ধার করে নিয়ে কাজ চালানো। নাস্তা ও খাবারের টাকা আত্মসাৎ।
এবিষয়ে স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে ছাত্রসমাজ।
পার্ট-২ আসতেছে।
What's Your Reaction?